8 C
Munich
Monday, March 24, 2025

নায়িকা অঞ্জনা গুরুতর অসুস্থ

Must read

বিনোদন ডেক্সঃ বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ চিত্রনায়িকা অঞ্জনা। এদিকে এই নায়িকা ঢাকার একটি হাসপাতালে নয় দিন ধরে চিকিৎসাধীন। প্রথমে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

ছেলে নিশাত রহমান সোমবার দুপুরে গণমাধ্যমকে বলেন, জন্মের পর আম্মুকে এভাবে হাসপাতালে দেখিনি। কোনো দিন যে অসুস্থ হয়েছেন, এটাও মনে পড়ছে না।

নিশাত রহমানের সঙ্গে যখন কথা হচ্ছিল, মা অঞ্জনার অসুস্থতার কথা বলে তখন কাঁদছিলেন তিনি। নিশাত বলেন, নয় দিন ধরে আম্মু হাসপাতালে ভর্তি থাকলেও ১৬ দিন ধরে তিনি অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। এরপর আবার জ্বর চলে যেত। কিন্তু একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। জ্বর কোনোভাবেই সারছিল না। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায় আম্মুর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে আম্মুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দুদিন পরিস্থিতি ভালো ছিল না। আইসিইউতে দুদিন রাখার পর সিসিইউতে আনা হয়েছে। গতকাল চিকিৎসক আমাদের জানিয়েছেন, ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন আম্মুকে। আমার আম্মু ভীষণ দুর্বল হয়ে গেছেন। তাঁকে এভাবে হাসপাতালের বিছানায় দেখতে ভালো লাগছে না। কষ্ট হচ্ছে।

নিশাত রহমান আরও বলেন, চিকিৎসক জানিয়েছেন রক্তের সংক্রমণ কমে এসেছে। তবে শারীরিকভাবে আম্মু প্রচণ্ড দুর্বল। স্বাভাবিক খাবারদাবার শুরু করেছেন।

অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই মায়ের সঙ্গে আছেন। বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ দিয়ে তাঁর শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article