মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে সমৃদ্ধ বকশীগঞ্জ গড়া, অর্থনীতির চাকা সচল রাখা, উন্নত গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে গঠিত হলো বকশীগঞ্জে ব্যাংক ব্যবস্থাপক সমিতি।
বুধবার (৭ ডিসেম্বর)উপজেলার সকল ব্যাংকের ম্যানেজারদের উপস্থিতিতে নিম্নোক্ত ভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে ১। সভাপতিঃ- জনাব মোঃ আনোয়ার হোসাইন ফুয়াদ,ম্যানেজার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ,
২। সহ-সভাপতিঃ-জনাব মোঃ মহসিন ফরাজী,ম্যানেজার, সোনালী ব্যাংক লিঃ ৩। সহ সভাপতিঃ-জনাব মোঃ একরামীন বাবু ম্যানেজার, বাংলাদেশ কৃষি ব্যাংক, ৪। সেক্রেটারিঃ- জনাব মোঃ আহসানুল হামিদ টুটুল
ম্যানেজার, রুপালী ব্যাংক লিঃ, ৫। সহ -সেক্রেটারিঃ- জনাব মোঃ আব্দুল মালেক পাটোয়ারী, ম্যানেজার,পদ্মা ব্যাংক লিমিটেড, ৬। সাংগঠনিক সম্পাদকঃ- জনাব শেখ ফঈমুদ্দিন, ম্যানেজার, জনতা ব্যাংক লিমিটেড, ৭। অর্থ সম্পাদকঃ- জনাব মোঃ জয়নাল আবেদীন, ম্যানেজার,স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ৮। প্রচার সম্পাদকঃ- জনাব মোঃ বেলায়েত হোসেন,ম্যানেজার, অগ্রণী ব্যাংক লিমিটেড ৯। সদস্যঃ ম্যানেজার, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ১০। সদস্যঃ- ম্যানেজার, বাংলাদেশ কৃষি ব্যাংক, জব্বারগঞ্জ বাজার শাখা, ১১। সদস্যঃ- ম্যানেজার, জনতা ব্যাংক লিমিটেড।