মাসুদ উল হাসান ॥
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে জামালপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন সফল করতে ইতোমধ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহন করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। মেরুরচর, সাধুরপাড়া,ধানুয়া কামালপুর, বাট্টাজোড়,বগারচর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সাথে প্রস্তুতি সভা করেছেন জামালপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ। শনিবার বকশীগঞ্জ সদর ইউনিয়ন,নিলাক্ষিয়া ইউনিয়ন ও পৌরসভার দলীয় নেতাকর্মীদের সাথে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। এ সময় বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল,সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু,আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির,নজরুল ইসলাম,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান লাল,ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া,কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ বলেন,২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বর্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামীলীগের নির্দেশে সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি সভা করেছি। আশা করছি বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে সব চেয়ে বেশি নেতাকর্মী সম্মেলনে যোগদান করবে। সে ভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। প্রতিটি ইউনিয়নে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে,সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উদ্বোধন করবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। এছাড়াও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক,যুগ্ন সাধারণ সম্পাদক দিপু মনি এমপি, যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি উপস্থিত থাকবেন।