9.7 C
Munich
Thursday, April 24, 2025

উত্তরা ব্লাড ডোনার কমিউনিটি এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Must read

স্টাফ রিপোর্টারঃ রাজধানী উত্তরার দিয়াবাড়িতে দিনব্যাপী ব্লাড ডোনার কমিউনিটি এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।
শুক্রবার(৩০ সেপ্টেম্বর) শেখ রিপন ইসলাম (রমজান) এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলা’র সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন চৌধুরী, উওরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন (পিপিএম বার), বিজিবি এর হিসাবরক্ষক মোঃ শাহীন হোসেন পাটওয়ারী এবং উপস্থিত ছিলেন ব্লাড ডোনার কমিউনিটি এর উপদেষ্টাগণের সম্মানিত সদস্য নর্দান ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ ও নর্দান ইউনিভার্সিটি ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির, মোঃ ওবায়দুল রহমান, মোঃ এনামুল সিদ্দিকী, মোঃ ইমামুল ইসলাম, গাজী মনির হোসেন, মোঃ মামুনুর রশিদ, এম, এ কাউসার আহমেদ ও ব্লাড ডোনার কমিউনিটির এর সহ-সভাপতি মোঃ সাজু খাঁন, সাধারণ সম্পাদক মোঃ হাফিজ আল রিফাত, সাংগঠনিক সম্পাদক এস. এম. মাসুদ।
এসময় ব্লাড ডোনার কমিউনিটি এর সভাপতি শেখ রিপন ইসলাম (রমজান) বক্তব্যে গত দুই বছরে প্রায় এগারো হাজার ব্যাগ রক্ত দান করেছেন বলে দাবী করেন। এছাড়া পথশিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস. এম. মাসুদ সামাজিক ও মানবিক কাজে সকল শ্রেণীর পেশার মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে এধরনের কার্যক্রমে সম্পৃক্ত তরুনদের উচ্চাসিত প্রসংশা করেন। অনান্য বক্তাগন ব্লাড ডোনার কমিউনিটি এর গত দুই বছরের সাফল্যে সন্তোস প্রকাশ করেন ও সকলকে এ ধরনের কর্মকান্ডের সহিত সম্পৃক্ত থাকতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কাজ করে এধরনের প্রায় ৭০ টি সংগঠনের স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার কমিউনিটি এর সহ-সভাপতি মোঃ সাঈদ , যুগ্ন- সাধারণ সম্পাদক তাজবীর, ইমামুল ইসলাম, সারোয়ার, আবু হানিফ, মোহাম্মদ রিপন, সাগর, আল-আমিন, সবুজ , সজল , মনির, আজমীর , আকিব, আর.আই সজল, ফয়সাল, মিম, মুরাদ, হাসান মাহমুদ প্রমুখ।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article