9.7 C
Munich
Thursday, April 24, 2025

ব্যাংক, স্কুল ও সরকারি অফিসের নতুন সময়সূচি

Must read

আগামী বুধবার থেকে সরকারি ও সব স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন বন্ধ থাকবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এটা শুধু আমাদের দেশের একক সমস্যা নয়। গোটা বিশ্বে এখন সংকট চলছে।

এসময় সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মিতব্যয়ী হওয়ারও অনুরোধ জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article