লিয়াকত হোসেন বাবুল :
বকশীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৪০ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪০ জনের কাছ থেকে ১৭ হাজার তিনশত টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।
জানা যায়,স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে চলমান লক ডাউনের দশম দিন রোববার পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং মাস্ক না পড়ায় বিভিন্ন শ্রেনী পেশার ৪০ জনকে জরিমানা করেন তিনি। এ সময় দায়িত্বরত বিজিবি সদস্যরা তার সাথে ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস জানান,সরকারি নির্দেশনা মেনে লক ডাউন কার্যকর করতে সার্বক্ষনিক মাঠে আছে প্রশাসন। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
বকশীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৪০ জনের জরিমানা
