জামালপুরের বকমীগঞ্জ উপজেলার বাট্রাজোর নতুন বাজার এলাকা থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারী চাল উদ্ধার করেছে র্যাব-১৪ এর সদস্যরা। সোমবার রাতে চাল উদ্ধারের ঘটনায় বকশীগঞ্জ থানায় আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মামলার আসামীরা হলেন চাউলের ডিলার ও বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাক্তার আব্দুল মুন্নাফ ও ৬ নং ওয়াডের পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ।
র্যাব ১৪ এর সদস্যরা বাট্টাজোড় নতুন বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে ১২ বস্তা ৭১০ কেজি চাউল উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে। এ বিষয়ে র্যাব-১৪ এর ডিএডি অনোয়ার হোসেন জানান, চাউল মজুদ দেখে স্থানীয়রা র্যাবে খবর দিলে র্যাব অভিযান চালিয়ে এসব চাউল উদ্ধার করে। র্যাবের অভিযানের খবর পেয়ে আসমীরা পালিয়ে যায়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাট বলেন সরকারী চাউল কালোবাজারে বিক্রি ও অবৈধভাবে সংরক্ষণের দায়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।