-3.7 C
Munich
Monday, February 17, 2025

চলমান অভিযানে মাদক ব্যবসায়ীরা এলাকায় থাকার সাহস পাবেনা- অতিঃ এসপি আল-আমীন

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নির্দেশনায় ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিনের নেতৃত্বে কোতোয়ালী পুলিশ, ডিবি পুলিশ ও ১নং-২নং-৩নং ফাঁড়ি পুলিশ এর যৌথ টিম ব্লক রেইড দিয়ে অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

জানা যায়, বিভাগীয় নগরী এলাকা সানকিপাড়া, সেনবাড়ি, হেলথ অফিসারের গলি, নতুন পল্লী, রেললাইন এলাকায় রাত ৯ টা থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ এর যৌথ টিম ব্লক রেইড দিয়ে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পুলিশের মাদক বিরোধী টিমের যৌথ অভিযানে গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়ীকে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন। জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিষ্ট্রেট নাহিদুর রহমান এই কারাদন্ড প্রদান করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় জুলহাস (৩৩), ইউনুস আলী, আছর আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও সানকিপাড়া নতুনপল্লী এলাকায় সেবনের সরঞ্জাসহ ইয়াবা টেবলেট সেবনকারী শহিদুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এছাড়া মাদক সেবনের দায়ে গ্রেফতারকৃত মোঃ সাজ্জাদ হোসেনকে দুই মাস বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা অনাদায়ে দুই দিন কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

অতিরিক্ত পুলিশ সুপার আল-আমীন সাংবাদিকদের বলেন, ময়মনসিংহে মাদক বিরোধী অভিযান প্রতিনিয়ত চলবে। আমাদের ময়মনসিংহ নগরীতে যতক্ষণ পর্যন্ত মাদক থাকবে, পুলিশ ততক্ষণ মাঠ ছাড়বে না। তিনি আশা ব্যক্ত করে বলেন, পুলিশের এই অভিযান চলমান থাকলে মাদক ব্যবসায়ীরা এলাকায় থাকার সাহস পাবেনা।

মাদক বিরোধী যৌথ অভিযানে ১ নং ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদ হোসেন, ২ নং ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ, ৩ নং ফাঁড়ির ইনচার্জ দুলাল আকন্দ, ১ নং ফাঁড়ির টিএসআই ফারুক হোসেন, কোতোয়ালী মডেল থানার এসআই নিরুপম নাগ, ডিবি পুলিশের এসআই আলাউদ্দিন, দেবাশীষ সাহা, আব্দুল জলিল সহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article