সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ২ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় ডিবি পুলিশ ৩টি দেশীয় অস্ত্রসহ ৪ জন ডাকাত গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে তারা জানতে পারে কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী এলাকায় একদল ডাকাত ডাকতির প্রস্তুতি নিচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে ডিবি ওসি’র নির্দেশে এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কেওয়াটখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩টি দেশীয় অস্ত্রসহ ৪ জন ডাকাত গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রনি (৩০), পিতা-মাখন মিয়া, মাতা-বীনা বেগম, ঠিকানা-সেহড়া মুন্সিবাড়ী, থানা-কোতোয়ালী, রফিকুল ইসলাম (২৭), পিতা মৃত-উজির মিয়া, মাতা-রহিমা বেগম, ঠিকানা-কৃষ্টপুর আদর্শ কলোনী, থানা-কোতোয়ালী, বর্তমান ঠিকানা-পয়ারকান্দি, থানা-মুক্তাগাছা, সোহেল (৩২), পিতা মৃত-সিরাজুল ইসলাম, মাতা-শাহিদা বেগম, ঠিকানা-শ্যামবাড়ী কুষ্টিয়া, থানা-ত্রিশাল, ইমরান হোসেন (১৯), পিতা মৃত-ইলিম উদ্দিন, মাতা মৃত-আছমা বেগম, ঠিকানা-পয়ারকান্দি, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।