কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪৬ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে মোট ৩ লাখ ৬ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ৭ জন শিক্ষক এবং ৩৯ জন শিক্ষার্থী।
কিশোরগঞ্জে অনুদানের চেক বিতরণ
