ময়মনসিংহ ডিবি’র অভিযানে ১৮০ পিস ইয়াবা ও ডিজিটাল নিরাপত্তা আইন মামলার ০২ আসামী সহ গ্রেফতার ০৫ ।
ময়মনসিংহ জেলা পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর নির্দেশক্রমে ০৩/০৯/১৯ তারিখ এস.আই মোঃ রোকন ইসলাম খান সংগীয় অফিসার ফোর্সসহ সহ ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানাধীন আঠারবাড়ী এলাকা হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (২৫), পিতা-মোঃ তাহের মিয়া, মাতা-মোছাঃ নাছিমা খাতুন, সাং-পাড়াকালবলা, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ ও মোঃ কবির মিয়া (২৬), পিতা-মজিবুর রহমান, মাতা-মোছাঃ শিল্পী আক্তার, সাং-বৈষ্যপাট্টা, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণা কে আটক করে।
অপর এক অভিযানে এস.আই মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কোতোয়ালী থানাধীন হাজী কাশেম আলী কলেজের সামনে হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ লিপসন মিয়া (২১), পিতা মৃত-জালাল উদ্দিন, মাতা-লিপি আক্তার,সাং-চরঈশ্বরদিয়া,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও এস.আই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর এলাকায় অভিযান পরিচালনা করে গৌরীপুর থানাধীন ঘোড়া মারা এলাকা হতে মাসুম হৃদয় খান(২০),পিতা মৃত-সামদ খান, মাতা মৃত-আনোয়ারা বেগম, মোঃ এনামুল হক (১৯), পিতা মৃত-আক্কাস আলী, মাতা-ফুলজান বেগম, উভয় সাং-চরঘোড়ামারা, থানা-গৌরপিুর, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।