অপবর্তন – মনিরা মনি
এখন আমি বদলে গেছি খুব
কাল যতোটা সরব ছিলাম, আজ ততোটা চুপ;
ঐ যে সেদিন তোমার পথেই অপেক্ষাতেই ছিলাম
দ্যাখো,আজ কেমন অন্য পথেই পা বাড়িয়ে দিলাম।
আজ আমি...
ওরাও মানুষ – খন্দকার মোঃ আব্দুল্লাহ
ওরাও মানুষ আমার মতো
রক্তে মাংসে গড়া
ওদের জীবন থাকবে কেন
বিষাদ দিয়ে ভরা?
চেয়ে দেখ্ ওহে মানুষ
বিবেক চক্ষু দিয়ে
আমার সুখের জন্য যারা
জীবনের ঝুঁকি নিয়ে
সমাজের অবহেলা আর
কটু কথা...